School
বাংলাদেশে মাধ্যমিক শিক্ষার অগ্রযাত্রায় রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় ঐতিহ্যবাহী এবং পথিকৃৎ শিক্ষা প্রতিষ্ঠান। বৃটিশ শাসনামল থেকেই রাজশাহী উত্তরবঙ্গের শিক্ষানগরী নামে পরিচিতি লাভ করে। ইংরেজি শিক্ষার প্রসারের লক্ষ্যে গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংক এর সহায়তায় বিদ্যোৎসাহী ব্যক্তি ও ইংরেজ কোম্পানির যৌথ উদ্যোগে 1925 খ্রিস্টাব্দে রাজশাহী শহরের উপকন্ঠে বেসরকারিভাবে ‘ স্কুল’ প্রতিষ্ঠিত হয়। বহু কৃতিমান ছাত্র ভাষা আন্দোলনসহ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ও নেতৃত্ব দিয়েছেন।
শিক্ষার্থীরা ভালো ফলাফল করে প্রতিষ্ঠানটির ঐতিহ্য ও গৌরব সমুন্নত রেখেছে। অপ্রতুল জনবল থাকা স্বত্বেও রাজশাহী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় মেধাবী শিক্ষক এবং শিক্ষার্থীদের নিয়ে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
#সংক্ষিপ্ত_ইতিহাসঃ ১৯২৫ সালে রাজশাহী শহরের কেন্দ্রস্থল হেতেম খাঁ মহল্লার মোহামেডান এসোসিয়েশন ভবনে ‘রাজশাহী জুনিয়র গার্লস মাদ্রাসা’ প্রতিষ্ঠিত হয়। ১৯৫৭ সালের ১৫ জানুয়ারি এটি ‘রাজশাহী বহুমুখী উচ্চ বালিকা বিদ্যালয়’ নামে পরিচিতি লাভ করে। রাজশাহী গার্লস মাদ্রাসায় শুধু মুসলমান মেয়েদের ভর্তির সুযোগ থাকলেও ১৯৫৭ সাল থেকে সকল ধর্ম ও সম্প্রদায়ের মেয়েদের শিক্ষার জন্য এটি উন্মুক্ত করে দেয়া হয়।
বর্তমানে স্কুলটি এক একর জমির ওপর চারটি বৃহদাকার দ্বিতল বিল্ডিং নিয়ে কার্যক্রম পরিচালনা করছে। এই বিদ্যালয়ের ছাত্রী সংখ্যা আনুমানিক ১৫০০ জন। বিদ্যালয়টির চারদিকে প্রায় ১০০০ বর্গফুটের সুরক্ষিত সীমানা প্রাচীর রয়েছে। এখানে ‘জাহানারা কামারুজ্জামান অডিটোরিয়াম’ নামে একটি মিলনায়তন রয়েছে। বিদ্যালয়ের ভিতরে রয়েছে একটি সবুজ ও সুন্দর খেলার মাঠ।
No comments